বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এই ভোটের দিন ঘোষণা করলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও (Referendum) অনুষ্ঠিত হবে। গত বছর আগস্টে ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
ভোটের নির্ঘণ্ট ও ভোটারের তথ্য
এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি জানান, ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সিইসি নাসিরউদ্দিন ভোটার সংখ্যা সম্পর্কে বলেন:
-
মোট ভোটারের সংখ্যা: এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৮ লক্ষের বেশি।
-
প্রবাসী ভোটার: প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।