বাংলাদেশের কুখ্যাত অপরাধী সাধুর বেশে নিয়েছিলেন বাংলায় আশ্রয়, হাতে নাতে পাকড়াও

বাংলাদেশে জঘন্য অপরাধে জড়িত এবং পুলিশের খাতায় পলাতক এক কুখ্যাত অপরাধীকে পশ্চিমবঙ্গের নদিয়ার তেহট্ট থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গ্রেফতার এড়াতে ওই ব্যক্তি সাধুর বেশে জাল পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরে এ রাজ্যে লুকিয়ে ছিল। ধৃতের নাম মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক। তাকে সোমবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য STF এই বাংলাদেশি নাগরিকের খোঁজে তদন্ত শুরু করে। এরপর তেহট্ট থানা পুলিশের সহায়তায় বালিউরা পূর্বা পাড়ায় একটি অভিযান চালানো হয়। সেখান থেকেই ৬০ বছর বয়সী হাসেম আলি মল্লিককে হাতেনাতে পাকড়াও করা হয়।

পুলিশি জেরায় হাসেম স্বীকার করেছে যে, সে বাংলাদেশে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল এবং সেদেশের পুলিশ তাকে খুঁজছিল। গ্রেফতারি এড়াতে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তেহট্টের বালিউরা পূর্বা পাড়ায় আশ্রয় নেয়। নিজের আসল পরিচয় গোপন করতে সে জাল ভারতীয় পরিচয়পত্রও তৈরি করেছিল বলে জানা গেছে।

এই গ্রেফতারের ঘটনা আবারও ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অপরাধীদের অনুপ্রবেশের বিষয়টি সামনে এনেছে। স্থানীয় পুলিশের সহায়তায় STF-এর এই সাফল্য সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy