বাঁকুড়ার রামসাগরে BSNL কর্মীর পরিচয় দিয়ে ঘর ভাড়া! রহস্যজনক মৃত্যু রাজেশ ও রূপালী গোস্বামীর, চাঞ্চল্য এলাকায়

দুর্গাপূজার অষ্টমীর রাতে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের তেলিবেড়িয়া রোডে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে পুলিশ রাজেশ গোস্বামী (৩০) ও রূপালী গোস্বামী (২৮) নামে এক যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দুর্গন্ধে সন্দেহ, দরজা ভেঙে উদ্ধার
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ আসছিল, যা এলাকার লোকজনের জন্য অসহনীয় হয়ে ওঠে। খবর পেয়ে ওন্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে নেমেই একটি ভাড়া বাড়ির ভেতর থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক জানিয়েছেন, প্রায় এক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার বাগমারি এলাকার বাসিন্দা রাজেশ ও তাঁর স্ত্রী এই বাড়িটি ভাড়া নেন। রাজেশ নিজেকে BSNL কর্মী বলে পরিচয় দিয়েছিলেন এবং পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ফটোকপিও জমা দিয়েছিলেন। তবে তাঁরা তেমনভাবে কারও সঙ্গে মেলামেশা করতেন না বা বাইরে যেতেন না।

তদন্তে পুলিশ
কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে ওন্দা থানার পুলিশ।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া আধার কার্ড খতিয়ে দেখে মৃতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং একই সঙ্গে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy