বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের ধগড়িয়া প্রাইমারি স্কুলের চরম অব্যবস্থা এবং অবহেলার প্রতিবাদে আজ স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এক হাঁটু কাদা পেরিয়ে স্কুলে যাতায়াত, পানীয় জল এবং শৌচালয়ের অভাবে শিশুদের দুর্বিষহ অবস্থার প্রতিবাদে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিভাবক হেমন্ত কর্জনা, সুকান্ত দত্ত, অনন্ত হেমব্রম এবং তপন কর্জনা জানান, এই প্রাথমিক স্কুলে পৌঁছানোর একমাত্র রাস্তাটি জল-কাদায় ভরে থাকে এবং অত্যন্ত পিচ্ছিল। যার ফলে ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর পাশাপাশি, স্কুলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এবং ছাত্রছাত্রীদের জন্য কোনো শৌচালয়ও নেই। এই মৌলিক সুযোগ-সুবিধাগুলির অভাবে বিদ্যালয়ের পরিবেশ একেবারেই উপযুক্ত নয় বলে অভিযোগ করেছেন তারা।
অভিভাবকরা বলেন, “আমাদের বাচ্চা ছেলেমেয়েরা এই কষ্টের মধ্যে রয়েছে। স্কুলের চরম অব্যবস্থা তাদের স্কুলে আসার আগ্রহ কমিয়ে দিচ্ছে এবং তাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। তাই আমরা বাধ্য হয়েছি তালা দিয়ে আন্দোলনে নামতে।” শুক্রবার একদিনের জন্য স্কুলে তালা দেওয়া হয়েছে। অভিভাবকদের হুঁশিয়ারি, যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে তারা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। শিশুদের কষ্ট ও ঝুঁকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
এই ঘটনা আবারও রাজ্যের গ্রামীণ এলাকার স্কুলগুলির পরিকাঠামো এবং মৌলিক সুবিধা নিয়ে প্রশ্ন তুলে দিল। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে ধগড়িয়া প্রাইমারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। এই ছোট ছেলেমেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষ কতটা তৎপর হয়, সেটাই এখন দেখার বিষয়।