পশ্চিম মেদিনীপুরের ডুকি এলাকায় রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আকাশমণি কাঠ বোঝাই একটি লরি। লরিটি বাঁকুড়া জেলা থেকে উত্তর ২৪ পরগনার দিকে যাচ্ছিল। এই ঘটনায় জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে আকাশমণি কাঠ রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
স্থানীয় মানুষজন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে রাতের অন্ধকারে এই পথে বেআইনিভাবে আকাশমণি কাঠ পাচার করা হয়। মঙ্গলবারের এই দুর্ঘটনা সেই সন্দেহের আগুনে আরও ঘি দিল।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউজের আধিকারিক, আড়াবাড়ি বনবিভাগের বনদপ্তরের আধিকারিক এবং গড়বেতা থানার ট্রাফিক পুলিশ।
তদন্তে প্রশাসন: বনদপ্তর, পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখছে যে এই বিপুল পরিমাণ আকাশমণি কাঠ কোনওরকম বেআইনিভাবে পাচার করা হচ্ছিল কিনা। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রেন আনা হয়।