মেক্সিকোর ওয়াহাকা এবং ভেরাক্রুজ রাজ্যের সংযোগকারী ইন্টারওশেনিক রেলপথে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। রবিবার নিজান্দা শহরের কাছে একটি বাঁক পার হওয়ার সময় যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৯৮ জন। দুর্ঘটনার জেরে প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রেলপথটি আপাতত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় মাতিয়াস রোমেরো, সালিনা ক্রুজ এবং জুচিতানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌবাহিনীর ৩৬০ জন সদস্য, ২০টি বিশেষ গাড়ি এবং এয়ার অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম পার্দো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহায়তার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।