ভ্রমণ প্রেমীদের পছন্দের তালিকায় দ্রুত নিজেদের জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া। লালমাটির এই জেলার পর্যটন মানচিত্রের অন্যতম অংশ হল অযোধ্যা পাহাড়। আর এই পাহাড়তলির অফবিট পর্যটনের নতুন সংযোজন হলো ‘মিনি পেহেলগাঁও’— যা আসলে টুরগা জলাধারের নতুন পরিচিতি।
বর্ষার মরসুমে এই মিনি পেহেলগাঁও-এর রূপ এখন একেবারেই অন্যরকম। গ্রীষ্মের দিনে যখন জলাধারের জল শুকিয়ে যায়, তখন এক বিশেষ রূপে সেজে ওঠে এই এলাকা। কিন্তু টানা বর্ষণের ফলে বর্তমানে টুরগা ড্যাম তথা পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁও জলে পরিপূর্ণ। স্থানীয়দের কথায়, বর্ষার জলে প্রায় ডুবেই গেছে পেহেলগাঁও।
অন্য রূপে, তবুও আকর্ষণের কেন্দ্রবিন্দু
চারিদিকে জল থৈ থৈ করলেও এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মানুষের মনে এখনও দাগ কাটছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরুলিয়ার প্রকৃতির রূপ যেমন বদলায়, তেমনই বর্ষার এই মরশুমে মিনি পেহেলগাঁও এক ভিন্ন রূপে সেজে উঠেছে।
যদিও স্থানীয়দের বক্তব্য, অনেকে গ্রীষ্মের সময় জলাধার শুকিয়ে যাওয়ার পর মিনি পেহেলগাঁও-এর যে বিশেষ রূপ দেখতে ভিড় করেন, বর্ষাতে সেই রূপ দেখা যাচ্ছে না। তাই আগের তুলনায় পর্যটকদের ভিড় কিছুটা কম। তবে পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়ার এই নতুন সংযোজন অর্থাৎ টুরগা জলাধারের ‘মিনি পেহেলগাঁও’ সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই জলাধারটি অফবিট পর্যটনকে এক নতুন মাত্রা দিয়েছে।