সামনেই ক্রিসমাস উইক। পার্কস্ট্রিট থেকে শহরের গির্জাগুলো এখন সেজে উঠেছে উৎসবের আলোয়। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত তিলোত্তমার রাজপথে উপচে পড়া ভিড় সামলাতে তৈরি কলকাতা মেট্রো। তবে উৎসবের সন্ধ্যায় মেট্রো স্টেশনে টিকিট কাটার দীর্ঘ লাইন যাত্রীদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানে এক দারুণ উপায় নিয়ে এসেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
টিকিট কাটার জন্য এখন আর কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। যাত্রীরা সহজেই তাঁদের স্মার্টফোনে ‘Aamar Kolkata Metro’ অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করলেই কেল্লাফতে! অ্যাপের ‘বুক টিকিট’ অপশনে গিয়ে সোর্স ও ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে অনলাইনেই পেমেন্ট করা যাবে। এরপর ফোনে আসা কিউআর (QR) কোডটি গেটে স্ক্যান করলেই কেল্লাফতে।
শুধু টিকিট কাটাই নয়, এই অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ এবং ব্যালেন্স চেক করার সুবিধাও মিলবে। এমনকি ভিড় এড়াতে ট্রেনের সঠিক সময়ও দেখে নিতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, বড়দিন ও বর্ষবরণের রাতে পার্কস্ট্রিট ও ময়দান চত্বরে নজিরবিহীন ভিড় হয়। তাই হুড়োহুড়ি এড়াতে এবং সময় বাঁচাতে এই ডিজিটাল টিকিট পদ্ধতি যাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।