বড়দিনেই কি কাঁপবে বাংলা? আলিপুরের পূর্বাভাসে খুশির হাওয়া শীতপ্রেমীদের মনে!

বছর শেষে বঙ্গে জমাটি শীতের এন্ট্রি! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে। শুধু তাই নয়, বছরের বাকি দিনগুলিতে কলকাতা ও জেলাগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়বে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন।

পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলীয় জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রির ঘরে থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪-৬ ডিগ্রিতে নেমেছে। জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। কলকাতায় বড়দিনে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে থাকলেও ২৭ ডিসেম্বরের মধ্যে তা আরও কমতে পারে।

জাতীয় স্তরেও শীতের দাপট অব্যাহত। দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা ৫-১০ ডিগ্রির মধ্যে নেমেছে। উত্তরপ্রদেশ ও বিহারে তীব্র শীতের পাশাপাশি জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়েছে। এর প্রভাবে কনকনে উত্তুরে হাওয়া বাংলায় শীতের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy