২০২৫-এর বড়দিন যেন সত্যিকারের উত্তুরে হাওয়ার উপহার নিয়ে হাজির হল। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় মরসুমের শীতলতম দিন অনুভূত হল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু কলকাতা নয়, দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতনের রেকর্ড তৈরি হয়েছে। বড়দিনের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে এই জাঁকিয়ে বসা শীত।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন এই শীতের আমেজ বজায় থাকবে। যদিও বছরের শেষ বা নতুন বছরের শুরুতে তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে, তবে তার পরবর্তী পাঁচ দিন ফের ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও মারাত্মক। কোচবিহার ও আলিপুরদুয়ারে কার্যত ‘শীতলতম দিন’ বা কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম এবং রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকছে। পাহাড়ের রাণী দার্জিলিং এখন রাজ্যের শীতলতম স্থান, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। সমতলের আলিপুরদুয়ারে পারদ ছুঁয়েছে ৯ ডিগ্রি, শ্রীনিকেতনে ১০ ডিগ্রি এবং বর্ধমান ও বহরমপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
আইএমডি (IMD) জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় কনকনে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকলেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। শীতবিলাসীদের জন্য সুখবর হলো, বছরের শেষ কটা দিন রাজ্যজুড়ে জাঁকিয়ে ব্যাটিং করবে শীত।