বড়দিনে মায়াপুর-নবদ্বীপে জনজোয়ার! ছুটির আমেজে মঠ-মন্দিরে উপচে পড়া ভিড় পর্যটকদের

বড়দিন উপলক্ষে উৎসবের আমেজে ভাসছে গোটা বাংলা। আর এই খুশির মরশুমে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠল নবদ্বীপ ও মায়াপুর। বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুরের ইসকন মন্দির থেকে শুরু করে নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দিরে ছিল মানুষের থিকথিকে ভিড়।

আকর্ষণের কেন্দ্রবিন্দু: নবদ্বীপের কোলের ডাঙ্গা সারস্বত মঠে এ দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মন্দিরের ফুলের বাগান, হরিণ, খরগোশ এবং সরোবরের মাঝে রাধামাধবের মন্দির পর্যটকদের বিশেষ নজর কেড়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়ায় বহু মানুষ পরিবারের সঙ্গে এখানে পিকনিক ও চড়ুইভাতিতে মেতে ওঠেন।

প্রশাসনের তৎপরতা: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড় সামাল দিতে প্রশাসন আগে থেকেই সতর্ক ছিল। নবদ্বীপ ও মায়াপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। বছরের শেষলগ্নে এই উৎসবের মেজাজ যাতে বজায় থাকে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy