বড় বাধা কাটল পার্পল লাইনের! নেপাল কনস্যুলেটের জমির উপর দিয়েই এবার ছুটবে মেট্রো, আদালতের লড়াইয়ে জিতল কেএমআরসিএল

কলকাতা মেট্রোর পার্পল লাইনের (Purple Line) কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা অবশেষে কেটে গেল। একবালপুরের কাছে নেপাল কনস্যুলেট জেনারেলের জমির উপর দিয়েই এবার মেট্রো লাইন নির্মাণের কাজ শুরু হবে। তার বদলে কনস্যুলেটকে ওই এলাকায় অন্য একটি জমি দেওয়া হয়েছে, যার হস্তান্তর সংক্রান্ত প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন হয়েছে।

কনস্যুলেটের জমিতেই মেট্রো লাইন
পার্পল লাইনের নকশা অনুযায়ী, মেট্রো লাইনটি একবালপুরে নেপাল কনস্যুলেট জেনারেলের বর্তমান ভবন (৭/১ ডিএল খান রোড) এর উপর দিয়ে যাবে। ফলে কেএমআরসিএল (KMRCL)-কে সেই জমি অধিগ্রহণ করতে হলে নেপাল কনস্যুলেটকে কাছাকাছি একটি ভালো জমি আগে দিতে হতো।

সেই মতো কেএমআরসিএল কনস্যুলেটের ঠিক পাশের ১ নম্বর ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউয়ের সম্পত্তি কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী দখলে নেয়।

সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াল মামলা
ওই জমিটি ব্যক্তিগত মালিকানার অধীন ছিল। জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হলেও, জমিতে থাকা তিন ভাড়াটে ক্ষতিপূরণ পেয়েও বেঁকে বসেন এবং বাড়ি খালি করতে চাননি।

আইনি লড়াই: ভাড়াটেরা কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন জমা দেন। হাইকোর্ট কেএমআরসিএল-এর পক্ষেই রায় দেয়। এরপর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

আদালতের রায়: সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখে জানিয়ে দেয় যে, বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সংস্থার তরফে ওই জমি অধিগ্রহণ ন্যায়সঙ্গত এবং আদালত তাতে হস্তক্ষেপ করবে না। ফলে ২০২৪ সালের ডিসেম্বর মাসে মামলাটি খারিজ হয়ে যায়।

জমি হস্তান্তর চুক্তি সম্পন্ন
মামলা খারিজ হতেই কেএমআরসিএল জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে। ১ নম্বর ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউয়ের বাড়িটি ভেঙে নেপাল কনস্যুলেটের নয়া ঠিকানা তৈরির কাজও শুরু হয়েছে।

নেপাল সরকারের মুখপাত্র তথা সেদেশের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জগদীশ খারেল জানিয়েছেন, “জমি হস্তান্তর চুক্তি অনুযায়ী, নেপাল কনস্যুলেট জেনারেলের মালিকানাধীন ৪০৯.৫৩ বর্গমিটার জমি ভারতীয় রেলওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনকে দেওয়া হয়েছে। বিনিময়ে রেলওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধিগ্রহণ করা সংলগ্ন ৫২৬.৪৮ বর্গমিটার জমি পাবে নেপাল কনস্যুলেট।”

এই জমি হস্তান্তর চুক্তি সম্পন্ন হওয়ায় খুব দ্রুত ৭/১ ডি এল খান রোডের জমির উপর দিয়ে পার্পল লাইনের নির্মাণ শুরু হয়ে যাবে বলে মেট্রো সূত্রে খবর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy