২০২৫-এর বিদায়বেলায় বিহারে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সন্ধ্যায় বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF) এবং জেলা পুলিশের যৌথ অভিযানে এনকাউন্টারে খতম হলেন মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা দয়ানন্দ মালাকার ওরফে ছোটু। তিনি উত্তর বিহারের কেন্দ্রীয় জোনাল কমিটির সেক্রেটারি পদে ছিলেন বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বেগুসরাই জেলার একটি গোপন ডেরায় হানা দেয় এসটিএফ। পুলিশ এলাকাটি ঘিরে ফেললে মাওবাদীরা পালানোর চেষ্টা করে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। গুলিবৃষ্টির মাঝে গুরুতর আহত হন দয়ানন্দ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই অভিযানে পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের রেকর্ড অনুযায়ী, দয়ানন্দের বিরুদ্ধে খুন, বিস্ফোরণ ও ডাকাতিসহ মোট ১৪টি গুরুতর ফৌজদারি মামলা ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল এবং তাঁর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে দয়ানন্দের দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে রাইফেল, পিস্তল এবং প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়েছে। বছরের শেষ দিনে এই শীর্ষ নেতার মৃত্যুতে উত্তর বিহারে মাওবাদী কার্যকলাপে বড়সড় ধস নামল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।