আসন্ন নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিজেপি ইউনিটের সাংগঠনিক দুর্বলতা নিয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের বুথ স্তরের শোচনীয় অবস্থা, দুর্বল সংগঠন এবং তৃণমূলের আক্রমণের মুখে দলের প্রতিক্রিয়ার বিষয়ে রাজ্য নেতৃত্বের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন তিনি। মঙ্গলবার ও বুধবার দফায় দফায় রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে এই বিষয়ে আলোচনা করেছেন শাহ।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে অমিত শাহ জানতে চেয়েছেন, কেন রাজ্যের বিভিন্ন বুথে দলের সাংগঠনিক অবস্থা দুর্বল এবং তা শক্তিশালী করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া, বসিরহাট, বারাসাত, যাদবপুর, বারুইপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বুথ স্তরের শোচনীয় অবস্থার বিষয়ে রিপোর্টে বিশেষ উল্লেখ করা হয়েছে।
অমিত শাহ নির্দেশ দিয়েছেন যে পুজোর আগেই এই দুর্বল বুথগুলোকে যেকোনো মূল্যে চাঙ্গা করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব প্রতি মাসে এমন জেলায় সভা করবেন, যেখানে সংগঠন কিছুটা ভালো হয়েছে বা তৃণমূলের আক্রমণের শিকার বেশি হচ্ছে। এছাড়াও, জেলা ও রাজ্য কমিটিতে কারা থাকবেন, এবং আগামী নির্বাচনে কারা দলীয় প্রতিনিধি হবেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
বিজেপি সূত্রে আরও জানা গেছে, আগামী নির্বাচনে দলের মুখ হিসেবে নরেন্দ্র মোদিকেই তুলে ধরা হবে এবং তাকে সামনে রেখেই জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় নেতারা প্রতি মাসে ভার্চুয়ালি জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন যাতে বুথ সংগঠনকে মজবুত করা যায়। তৃণমূল স্তরে নেমে দলের পরিচিত ও জনপ্রিয় মুখগুলোকে সংগঠন মজবুতের কাজে নামারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, পুজোর আগে বঙ্গ বিজেপি এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সফল হয়।