ট্রেনের যাত্রাপথে আচমকা হাতির দল দেখে জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে শাবকসহ হাতির দলকে সুরক্ষিতভাবে পার হওয়ার সুযোগ দিলেন রেলের লোকো-পাইলট। বুধবার সন্ধ্যায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ক্ষেত্রে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালচিনি এবং রাজাভাতখাওয়া স্টেশনের মাঝের রেলওয়ে ট্র্যাকে (কিমি ১৫৫/৪ এলাকা) হাতির উপস্থিত দেখতে পান দুজন লোকো-পাইলট। বক্সা বনাঞ্চল ভেদ করে যাওয়া এই অংশে তাঁরা দেখতে পান যে একাধিক শাবকসহ একটি হাতির দল রেললাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে।
কোনো রকম ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন তাঁরা। দেখা যায়, বাঁ দিকের জঙ্গল থেকে বেরিয়ে হাতির দলটি কিছুক্ষণ ট্র্যাকে দাঁড়িয়ে থাকার পর শান্তভাবে ডান দিকের জঙ্গলে চলে যায়। হাতিগুলি নিরাপদে ট্র্যাক পার হওয়ার পরই ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা হয়। লোকো-পাইলটদের এই সময়োচিত তৎপরতার ফলে একদিকে যেমন বড় দুর্ঘটনা এড়ানো গেল, তেমনি বন্যপ্রাণীও সুরক্ষিত থাকল।