দুর্গাপূজার উৎসবের আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলো এক পরিবার। বকখালি থেকে ঠাকুর দেখে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় লক্ষ্মী দাস মান্না (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর স্বামী ও দুই সন্তান সহ মোট তিনজন আহত হয়েছেন।
জানা গিয়েছে, মৃত লক্ষ্মী দাস মান্না কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা। তিনি স্বামী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে একটি বাইকে করে পুজো দেখতে বেরিয়েছিলেন। পুজো দেখে ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিবরণ
দুর্ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর নামখানা থানার দক্ষিণ চন্দ্রনগরে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, লক্ষ্মী দাস মান্না সপরিবারে (এক বাইকে চারজন) যখন দক্ষিণ চন্দ্রনগরে পৌঁছান, ঠিক তখনই নামখানার দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি ধাক্কা লাগে।
ধাক্কার ফলে বাইকে থাকা চারজনই ঘটনাস্থলে ছিটকে পড়েন। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আহত চারজনকে উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা লক্ষ্মী দাস মান্নাকে মৃত বলে ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী ও দুই সন্তানের চিকিৎসা চলছে।
পুলিশি তদন্ত শুরু
নামখানা থানার পুলিশ মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বুধবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। অ্যাম্বুলেন্সটি কিভাবে চলছিল তা যেমন দেখা হচ্ছে, তেমনই একটি বাইকে ৪ জন সওয়ারি নিয়ে চালানোর ঘটনাটিও তদন্তে রাখা হয়েছে। পুজোর মধ্যে এমন ঘটনা ঘটায় পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।