ফের মুখোমুখি দেব বনাম জিৎ? ‘আমন্ত্রণ পাইনি’ বিতর্কের পর এবার পুজো ২০২৬-এর বক্স অফিসে সংঘাতের জল্পনা তুঙ্গে

কয়েক দিন আগেই সুপারস্টার জিতের একটি সাক্ষাৎকারের জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সেখানে তিনি দাবি করেন, অভিনেতা দেবের ২০ বছরের পথচলার অনুষ্ঠানে নাকি তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। সেই আলোচনা-সমালোচনার আবহেই এবার নতুন খবর—খুব শিগগিরই বক্স অফিসে মুখোমুখি দেখা যেতে পারে এই দুই শীর্ষ তারকাকে। শোনা যাচ্ছে, আসন্ন ২০২৬ সালের পুজোতেই নাকি একই দিনে মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি।

ভাঙছে পুরোনো অলিখিত বোঝাপড়া
টলিউডে দেব ও জিতের অনুরাগীদের মধ্যে বিবাদ বহু পুরোনো। এই উত্তাপ ঠান্ডা করতেই তাঁদের মধ্যে যেন নিঃশব্দে গড়ে উঠেছিল এক অলিখিত বোঝাপড়া—এক তারকা পুজোয় এলে, অন্যজন আসবেন ইদে। ফলে সরাসরি বক্স অফিস সংঘাত এড়ানো যেত।

কিন্তু দীর্ঘ বিরতির পর জিৎ আবার পুজোয় ফিরতে চাইছেন। যে ‘২০১৬’-এর অভিমান তাঁকে এতদিন দূরে রেখেছিল, তা যেন এখন পাতলা হয়ে আসছে। প্রশ্ন উঠছে—তাহলে কি পুরনো ‘ঠান্ডা লড়াই’ আবারও সামনে আসতে চলেছে?

সম্ভাব্য সংঘাতের চিত্র
দেবের প্রস্তুতি: দেব আগেই ২০২৬-এর জন্য তিনটি ‘প্রাইম’ তারিখ বুক করে রেখেছেন—স্বাধীনতা দিবস, পুজোর ছুটি এবং শীতের ছুটি। আপাতত ডিসেম্বরে ‘প্রজাপতি ২’ মুক্তি পেলেও, পুজোয় তাঁর পরবর্তী বড় ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। গুঞ্জন অনুযায়ী, এই সময় ‘খাদান ২’ মুক্তির সম্ভাবনা বেশ জোরদার।

জিতের প্রত্যাবর্তন: অন্যদিকে, জিৎ এবং নন্দী মুভিজ আগামী পুজোয় তাঁদের ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে ফিরতে পারেন।

টলিউডে ত্রিমুখী লড়াইয়ের আশঙ্কা
২০২৬-এর পুজোতে এই দুই তারকার ছবি ছাড়াও স্ক্রিনিং কমিটির বরাদ্দ জায়গায় আরও একটি বড় প্রতিযোগী জায়গা দখল করেছে—এসভিএফ-এর একেন বাবু (Eken Babu)।

সব মিলিয়ে টলিউডে এখন একটাই উত্তপ্ত জিজ্ঞাসা—পুজোয় কি সত্যিই দেব আর জিৎ পুরোনো ক্ষত ভুলে ফের মুখোমুখি দাঁড়াতে চলেছেন, নাকি উইন্ডোজের মতো কোনো বড় প্রযোজনা সংস্থা এই বাজার ছেড়ে সরে দাঁড়াবে?

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy