‘ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা’! জেলাশাসকদের নির্দেশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও মিথ্যা প্রচারের অভিযোগ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উন্নয়নের কাজ না করেও মিথ্যা প্রচার চালানোর অভিযোগ আনলেন। তাঁর দাবি, জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে জেলায় জেলায় প্রকল্পের কাজ বাস্তবায়িত না হলেও যেন উন্নয়নের প্রচার চালানো হয়।

এর পাশাপাশি, রাজ্য সরকারের প্রকল্পগুলির জন্য বরাদ্দকৃত অর্থ নিয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা বরাদ্দ করেছেন, তিনি ভালো করেই জানেন যে সেই টাকা শেষ পর্যন্ত দিতে হবে না। এর কারণ হিসেবে তিনি বলেন,

“ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাবে। এক-দুদিন এদিক ও দিক হতে পারে। যদিও, পুরোটাই কমিশনের ব্যাপার।”

গত ২০২১ সালের নির্বাচনের দিনক্ষণকে ভিত্তি করে তিনি এই দিনটির কথা বলেছেন বলে জানিয়েছেন। তাঁর বক্তব্যের সারমর্ম হলো, নির্বাচনের ঘোষণা হয়ে গেলে অর্থ বরাদ্দ সংক্রান্ত প্রক্রিয়াগুলি আটকে যাবে।

বিজেপিতে যোগদানের হিড়িক

সাংবাদিক সম্মেলনের মাঝেই শুভেন্দু অধিকারী আরও জানান যে, ভোটের আগে বিজেপিতে যোগ দিতে আগ্রহী অনেকেই। এদিনই তাঁর হাত থেকে তিনজন নেতা বিজেপির পতাকা তুলে নেন। তিনি ইঙ্গিত দেন, নির্বাচনের আগে তৃণমূলের আরও বহু নেতা-কর্মী বিজেপিতে যোগ দেবেন।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যের আসন্ন নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy