দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ূষ মাত্রে। তবে বড় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার পুরনো ভুল এবারও ভারতকে খাদের কিনারে ঠেলে দিল। প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল স্কোর খাড়া করল।
পাকিস্তানের হয়ে এদিন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ওপেনার সমীর মিনহাস। মাত্র ১১৩ বলে ১৭২ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ১৭টি চার ও ৯টি ছক্কায়। মিনহাস ছাড়াও আহমেদ হুসেন (৫৬) ও উসমান খান (৩৫) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের বোলারদের মধ্যে দীপেশ দেবেন্দ্রন মিনহাসের উইকেটটি নিলেও ততক্ষণে স্কোরবোর্ড ধরাছোঁয়ার বাইরে চলে যায়। চ্যাম্পিয়ন হতে গেলে ভারতীয় কিশোর ব্যাটারদের এখন অতিমানবীয় পারফরম্যান্স করতে হবে।