ফক্সকনের রেকর্ড নিয়োগে ভারত জয়ের পথে অ্যাপেল! ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে রাহুল-অশ্বিনী দ্বৈরথ

বেঙ্গালুরুতে অ্যাপেলের পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকন (Foxconn) গত ৯ মাসে ৩০ হাজারের বেশি কর্মী নিয়োগ করে এক অনন্য নজির গড়েছে। কর্নাটকের ৩০০ একর জমিতে গড়ে ওঠা এই কারখানায় তৈরি হওয়া আইফোনের ৮০ শতাংশই বিদেশে রপ্তানি করা হয়। উল্লেখ্য, এই বিশাল কর্মী বাহিনীর অধিকাংশেরই বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে এবং তাঁদের মধ্যে ৮০ শতাংশই মহিলা। কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে কারখানার অন্দরেই ডরমেটরি তৈরি করেছে সংস্থাটি।

ফক্সকনের এই সাফল্য দেখে প্রশংসা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সমাজমাধ্যমে লেখেন, “এমন ভারতই আমরা গড়তে চাই যেখানে সবার জন্য চাকরি ও সুযোগ থাকবে।” রাহুলের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি রাহুলকে ধন্যবাদ জানিয়ে খোঁচা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী মোদীর ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রকল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ ভারত বিশ্বের উৎপাদন হাবে পরিণত হচ্ছে।” ফক্সকনের এই জোয়ার ভারতের অর্থনীতিতে নতুন অক্সিজেন জোগাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy