প্রেমিকের জন্য পালিয়েছিলেন বাড়ি থেকে, ফিরলেন ইলেকট্রিশিয়ানকে বিয়ে করে!

প্রেমিককে বিয়ে করবেন বলে বাড়ি থেকে পালিয়েছিলেন, কিন্তু দেখা মেলেনি প্রেমিকের। সাত দিন পর যখন ফিরলেন, তখন সঙ্গে এক ইলেকট্রিশিয়ান স্বামী! মধ্যপ্রদেশের ইন্দোরের বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্রী শ্রদ্ধা তিওয়ারির এই নাটকীয় ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ এখনও তাঁদের বিয়ে নিয়ে সন্দিহান, তবে শ্রদ্ধার পরিবার এই সম্পর্ককে মানতে নারাজ।

গত ২৩ অগাস্ট রাতে হঠাত্‍ই নিখোঁজ হয়ে যান শ্রদ্ধা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, রাত ২টো নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু সঙ্গে মোবাইল ফোনও নিয়ে যাননি। এর ফলে তাঁর অবস্থান ট্র্যাক করা বা যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়েছিল। শ্রদ্ধার খোঁজ পেতে পরিবার ৫১,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল এবং বাবা অনিল তিওয়ারি তুকতাক পর্যন্ত করেছিলেন। এত চেষ্টার পরও এক সপ্তাহ তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাত দিন পরে শ্রদ্ধা নিজেই ইন্দোর থানায় যোগাযোগ করেন। পুলিশকে তিনি জানান, প্রেমিক সার্থক-এর সঙ্গে পালিয়ে বিয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তিনি ঘর ছাড়লেও সার্থক আসেনি। এরপরে তিনি রতলামের ট্রেন ধরেন। সেখানেই করণদীপ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়। করণদীপ ইন্দোরের একটি কলেজে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। অল্প সময়ের মধ্যেই দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর মান্দসৌর হয়ে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মহেশ্বরের একটি মন্দিরে তাঁরা বিয়ে করেন।

পুলিশকর্তারা অবশ্য শ্রদ্ধার বয়ানে পুরোপুরি সন্তুষ্ট নন। তদন্তকারীরা তাঁকে তাঁদের বিয়ের সার্টিফিকেট জমা দিতে বলেছেন এবং তাঁর বয়ানের সত্যতা যাচাই করতে দাবি করা সব জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। পাশাপাশি, প্রেমিক সার্থককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যিনি দাবি করেছেন যে শ্রদ্ধার সঙ্গে তাঁর বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল না।

অন্যদিকে, শ্রদ্ধার বাবা অনিল তিওয়ারি এই বিয়েতে হতবাক। তিনি বলেন, শ্রদ্ধা যোগাযোগ করেছিল, কিন্তু তিনি এই বিয়ে মেনে নেননি। মেয়েকে বাড়ি ফেরার জন্য টাকা পাঠালেও, শ্রদ্ধা করণদীপের সঙ্গেই থাকতে চেয়েছেন। বাবার অভিযোগ, করণদীপ তাঁকে জানিয়েছেন যে শ্রদ্ধা নাকি আত্মহত্যা করতে যাচ্ছিলেন এবং তিনি স্টেশনে তাঁকে বাঁচান। বাবার মতে, তাঁর মেয়ে মানসিকভাবে স্থিতিশীল নন।

তবে প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই, একথাও মেনে নিয়েছেন অনিল তিওয়ারি। তিনি বলেন, “আমার মেয়ে প্রাপ্তবয়স্ক। যদি ও করণদীপের সঙ্গে থাকতে চায়, তা হলে আমাদের তা মেনে নিতে হবে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy