সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিয়ো বিতর্ক; ‘সেলিব্রিটি’ তকমা ঘুচিয়ে নিশা চট্টোপাধ্যায়কে বাতিলের খাতায় ফেললেন হুমায়ুন

সোমবার রাজ্য রাজনীতিতে নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP) ঘোষণা করে চমক দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই সঙ্গে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য ‘সেলিব্রিটি’ নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর বদল করলেন বিধায়ক। মঙ্গলবার সকালে হুমায়ুন জানিয়ে দিলেন, নিশা চট্টোপাধ্যায়কে আর বালিগঞ্জের প্রার্থী করা হচ্ছে না।

বিধায়কের এই ইউ-টার্নের নেপথ্যে রয়েছে নিশার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিয়ো। নিশার নাম ঘোষণা হওয়ার পরই তাঁর পানশালায় বসে মদ্যপান করার কিছু দৃশ্য প্রকাশ্যে আসে, যা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা শুরু হয়। এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “আমি জানতাম উনি একজন সেলিব্রিটি। ব্রাহ্মণের মেয়ে বলে সম্মান দিয়ে প্রার্থী করেছিলাম। কিন্তু ওঁর ব্যক্তিগত জীবন বা চলাফেরা নিয়ে যে তথ্য এখন সামনে আসছে, তা আমি আগে জানতাম না।”

সামাজিক ও রাজনৈতিক বিতর্কের আঁচ পেয়েই তড়িঘড়ি প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যে, বালিগঞ্জ কেন্দ্রে এবার তিনি কোনও সংখ্যালঘু প্রার্থীকেই দাঁড় করাবেন। অন্যদিকে, নিশা চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কোনও মহিলার ব্যক্তিগত জীবন নিয়ে সেন্সরশিপ করার অধিকার কারও নেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy