প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে CBI-এর ‘বিস্ফোরক’ চার্জশিট! মানিক ভট্টাচার্য সহ আর কাদের নাম উঠল?

রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার আলিপুর ব্যাঙ্কশাল কোর্টে ৭০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিটে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তি ও প্রভাবশালীর নাম।

উৎসবের মরশুম মিটতেই ফের ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাতেই এবার গুরুত্বপূর্ণ চার্জশিট জমা দিল সিবিআই।

চার্জশিটে কাদের নাম?
সিবিআইয়ের পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন:

মানিক ভট্টাচার্য: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

বিভাস অধিকারী: বীরভূমের তৃণমূল নেতা।

রত্না চক্রবর্তী বাগচি: প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি।

এই চার্জশিট জমা দেওয়ার ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর একে একে কুন্তল চক্রবর্তী এবং সুজয়কৃষ্ণ ভদ্রের নামও উঠে এসেছিল। এবার মানিক ভট্টাচার্য এবং বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতার নাম যুক্ত হওয়ায় মামলার তদন্ত আরও জোরদার হলো।

সূত্রের খবর, একাদশীর দিনেই সিবিআই আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে এই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy