‘প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষমতায় ভারতীয়দের বিরাট গুরুত্ব’: বাইডেনের নীতির সমালোচনা করে কী বললেন এলন মাস্ক?

মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নতিতে দক্ষ ভারতীয়দের বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি Zerodha কো-ফাউন্ডার নিখিল কামাথের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে মার্কিন অভিবাসন নীতি নিয়ে আলোচনা উসকে দিলেন Tesla CEO এলন মাস্ক।

এলন মাস্কের মন্তব্য:

মাস্ক স্পষ্টভাবে বলেন, “আমি মনে করি যাঁরা ভারত থেকে আমেরিকায় এসেছেন, তাঁদের থেকে বিপুল লাভবান হয়েছে আমেরিকা।” তাঁর বক্তব্য, প্রযুক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং আমেরিকার অর্থনীতি—এই সব ক্ষেত্রেই ভারতীয়দের বিরাট গুরুত্ব রয়েছে।

কেন এই প্রসঙ্গে মাস্ক?

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। সম্প্রতি ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, আমেরিকার নাগরিকদের সুরক্ষার জন্য তিনি তৃতীয় বিশ্বের সব দেশের জন্যই অভিবাসনের দরজা বন্ধ করে দিচ্ছেন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এলন মাস্ক বলেন, বাইডেনের সময়কালে সীমানার কোনও নিয়ন্ত্রণ ছিল না। অবৈধভাবে অনেকেই আমেরিকায় প্রবেশ করেছেন, যার ফলে আমেরিকার আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ এই অনুপ্রবেশকারীরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন, যা আমেরিকাবাসীর ন্যায্য অধিকার থেকে তাঁদের বঞ্চিত করছে। মাস্কের অভিযোগ, সীমান্তে নিয়ন্ত্রণের অভাবে অনেক অপরাধীও দেশে ঢুকে পড়েছে।

তিনি মনে করেন, অভিবাসন নীতিতে স্বচ্ছতা থাকা দরকার। তবে তিনি যুক্ত করেন, “যাঁরা নতুন কিছু করতে চায় তাঁদের প্রতি আমার সম্মান রয়েছে। সুতরাং লক্ষ্যটা নির্দিষ্ট হওয়া দরকার এবং সমাজের প্রতি প্রকৃত দায়বদ্ধ থাকা দরকার।”

ভারত নিয়ে মাস্কের পরিকল্পনা:

এলন মাস্ক জানান, তিনি ভারতে ব্যবসা করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। ইতিমধ্যে টেসলা বিক্রি শুরু হয়েছে।

খুব শীঘ্র ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মাস্ক আরও মনে করেন, চীনের মতো ভারতেও নগরায়ন শুরু হয়েছে। তবে তাঁর দাবি, AI এবং রোবোটিক্সের দৌলতে শহর ও চাকরির মধ্যে বর্তমান সম্পর্ক দ্রুত পরিবর্তন হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy