“প্রতিবন্ধীদের হালকা কাজ দিন”, শেষ চিঠিতে কাতর আর্জি জানিয়ে আত্মঘাতী আদালত কর্মী

দিল্লির সাকেত জেলা আদালত চত্বরে এক মর্মান্তিক ও হাড়হিম করা আত্মহত্যার ঘটনা ঘটল। শুক্রবার ওই আদালত ভবনের সর্বোচ্চ তলা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করলেন এক বিশেষভাবে সক্ষম কর্মী। মৃত কর্মীর নাম হরিশ সিং মাহার। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত্যুর আগে লিখে গেলেন হাহাকার

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই চিরকুটটিতে ফুটে উঠেছে এক বিশেষভাবে সক্ষম মানুষের জীবন সংগ্রামের কঠিন লড়াই আর মানসিক যন্ত্রণার কথা। নোটে হরিশ লিখেছেন:

“আমি ৬০ শতাংশ প্রতিবন্ধী। এই চাকরি আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। আমি অনেক চেষ্টা করেছি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে, কিন্তু পারলাম না। আমি আর পেরে উঠছি না।”

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

নিজের অসহায়ত্বের কথা জানাতে গিয়ে হরিশ লিখেছেন যে, তিনি কাজ ছেড়ে দেওয়ার কথাও একাধিকবার ভেবেছিলেন। কিন্তু চাকরি ছাড়লে ভবিষ্যৎ কীভাবে চলবে, সেই অনিশ্চয়তা তাঁকে কুরে কুরে খাচ্ছিল। তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবে আদালতের কাছে তাঁর শেষ আবেদন— ভবিষ্যতে তাঁর মতো কোনো বিশেষভাবে সক্ষম কর্মীকে যেন সাধ্যের অতিরিক্ত কাজের চাপ না দিয়ে কিছুটা হালকা কাজ দেওয়া হয়।

তদন্তে পুলিশ

সাকেত থানা পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আদালত চত্বরে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে তিনি সর্বোচ্চ তলায় উঠে ঝাঁপ দিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কাজের চাপ নিয়ে ওই কর্মীর শেষ ইচ্ছে আদালত কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে কি না, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy