জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে তামিলনাড়ুর এক সরকারি আইনজীবীকে খুন করার অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তেনকাশী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুথুকুমারস্বামী (৪৫)। জানা গিয়েছে, তাঁর অফিসের কাছেই বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী মুথুকুমারস্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মুথুকুমারস্বামীকে দীর্ঘদিন ধরেই একটি জমি সংক্রান্ত মামলা নিয়ে বিবাদের কারণে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছিল।
-
হামলার বিবরণ: বুধবার অফিস থেকে বের হওয়ার সময় বাইকে চড়ে দুই দুষ্কৃতী তাঁকে ধাওয়া করে। মুথুকুমারস্বামী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাঁকে ধরে ফেলে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই তাঁকে খুন করা হয়।
-
তদন্ত: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুথুকুমারস্বামীর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। খুনটি জমি বিবাদের জেরেই ঘটেছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক তরজা
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK)-এর নেতা পালানস্বামী শাসকদল ডিএমকে (DMK)-কে এই ঘটনার জন্য দায়ী করেছেন।
একটি ‘এক্স’ (X) পোস্টে পালানস্বামী লেখেন:
“ডিএমকে রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। প্রকাশ্য রাস্তায় যখন তখন যে কেউ খুন হয়ে যেতে পারেন। সাধারণ মানুষ থেকে সরকারি কর্মী, কেউই সুরক্ষিত নন। ডিএমকে-র শাসনে তামিলনাড়ু ‘খুনিদের স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে।”
তিনি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।