একুশের নির্বাচনের সেই বহুল চর্চিত ‘খেলা হবে’ স্লোগান এবার ছাব্বিশের লড়াইয়ের আগে নয়া মাত্রা পেয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফাটাফাটি খেলা হবে’ বার্তার পাল্টা এবার মাঠ কাঁপালেন বিজেপির মহাগুরু মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ থেকে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “এবার আপনি একা খেলবেন না, আমরাও খেলব। আর পেনাল্টিতে কীভাবে গোল করতে হয়, সেটা আমরা দেখিয়ে দেব।”
মিঠুনের নিশানায় এদিন ছিল গত নির্বাচনের হিংসার স্মৃতি। শাসকদলকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, “আগের বার বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছেন, মেরেছেন। এবার কী করবেন? গলা কেটে দেবেন?” তাঁর সাফ কথা, এবার আর বিজেপি পিছু হঠবে না।
এদিন আইপ্যাক অফিসে ইডি হানা নিয়েও সুর চড়ান মিঠুন। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “ইডি-সিবিআই মানে বিজেপি নয়। চোরদের বাড়িতেই এই কেন্দ্রীয় সংস্থাগুলো যায়। আপনাদের কিসের এত ভয়? ওই ফাইলে ঠিক কী ছিল?” বিস্ফোরক দাবি করে তিনি বলেন, “ফাইলে কি এই পরিকল্পনা ছিল যে কীভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো হবে? মনে রাখবেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেউ তা হতে দেবে না।”
পাশাপাশি, দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে মিঠুন জানান, কোনো মনোমালিন্য রাখা চলবে না। একজোট হয়ে লড়াই করতে হবে। তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের তত্ত্ব উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, “বিজেপি সমস্ত দলের বিরুদ্ধে একা লড়ছে। বিজেপি ছাড়া বাংলার কাছে আর কোনো বিকল্প নেই।” মুসলিম ভোটব্যাঙ্ক প্রসঙ্গে তাঁর সংযোজন, “আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই, কিন্তু যারা এই দেশে থেকে দেশের বিরোধিতা করে, তাদের ছাড় দেওয়া হবে না।”