পেনশনভোগীদের DA বন্ধ? অষ্টম পে কমিশন পাবেন না অবসরপ্রাপ্তরা? আসল সত্যিটা কী?

কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনারদের মধ্যে বিগত কয়েক দিন ধরে একটি চরম বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে— যেখানে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘ ভাতা (DA) দেওয়া বন্ধ করা হবে এবং অষ্টম পে কমিশনের (8th Pay Commission) সুবিধা থেকে তাঁদের বঞ্চিত রাখা হবে।

এই ভুয়ো খবরকে কেন্দ্র করে বহু পরিবারে চরম দুশ্চিন্তা তৈরি হলেও, কেন্দ্রীয় সরকারের তরফে আসল সত্যটি সামনে আনা হয়েছে।

‘সবটাই মিথ্যে’: PIB ফ্যাক্টচেক-এ কেন্দ্রের স্পষ্ট বার্তা

এই যাবতীয় কনফিউশন এবং আশঙ্কার আবহে কেন্দ্রীয় সরকারের একটি উচ্চপদস্থ সূত্র স্পষ্ট জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবিগুলি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন

  • সুবিধা বহাল: কেন্দ্রের তরফে নিশ্চিত করা হয়েছে যে, পেনশনার বা কেন্দ্রের অবসরপ্রাপ্ত কর্মীদের বর্তমানে যে সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অযথা চিন্তার কোনো কারণ নেই।

  • DA ও পে কমিশন: অবসরপ্রাপ্তদের অষ্টম পে কমিশনের আওতায় রাখা হচ্ছে না বা DA দেওয়া বন্ধ করা হবে— এমন বার্তা সম্পূর্ণ ভুয়ো। PIB ফ্যাক্টচেক টিমের তরফেও এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এই দাবির কোনো ভিত্তি নেই।

বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্য

PIB ফ্যাক্টচেক টিম জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া বার্তায় দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার নাকি ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পোস্ট-রিটায়ারমেন্ট সুবিধা, যেমন ডিএ বৃদ্ধি এবং পে কমিশনের সংশোধন তুলে নিয়েছে। এই বার্তাটি সম্পূর্ণ মিথ্যে এবং এটি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার স্পষ্ট করেছে যে, এ ধরনের কোনো সিদ্ধান্তই সরকার নেয়নি। PIB-এর তরফে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসরণ করতে। অযাচিত ফরওয়ার্ড হওয়া বার্তা বিশ্বাস বা প্রচার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

কাদের সুবিধা বাতিল হতে পারে?

কেন্দ্রীয় সরকার আরও স্পষ্ট করে দিয়েছে যে, অবসরকালীন সুবিধা বাতিল সংক্রান্ত নিয়মটি সকলের জন্য প্রযোজ্য নয়, এটি কেবল একটি নির্দিষ্ট ক্ষেত্রে কার্যকর হবে।

  • CCS (পেনশন) আইন ২০২১ অনুযায়ী, যদি কোনো PSU (সরকারি সংস্থা)-র কর্মীকে অসদাচরণের দায়ে বরখাস্ত করা হয়, তবে তাঁর অবসর পরবর্তী সুবিধাগুলি বাতিল হতে পারে।

  • সংশোধিত Rule 37(29C) কেবলমাত্র খুবই নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য।

মোদ্দা কথা

কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক এবং PIB ফ্যাক্টচেক স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রায় সব পেনশনভোগীই পে কমিশন ও ডিএ সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা যে সমস্ত সুবিধা বর্তমানে পাচ্ছেন, ভবিষ্যতেও সেটাই পাবেন। ফলে, মার্চ ও সেপ্টেম্বরে পেনশনভোগীরা তাঁদের ডিআর (DR) পাবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy