দুর্গাপূজা চলাকালীন সোনার হার ছিনতাইয়ের ঘটনায় এবার কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতা-পুত্র। পুরশুড়ার ডিহিবাতপুর এলাকার একটি পুজো মণ্ডপ থেকে এক গৃহবধূর গলার হার ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে শেখ নাজিম হলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি শেখ হান্নানের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুরশুড়া থানার পুলিশ শেখ নাজিম ও কৃষ্ণ শাসমল নামে দুই যুবককে গ্রেফতার করে। শুক্রবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
রাজনৈতিক চাপান-উতোর
তৃণমূলের বুথ সভাপতির ছেলের ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং তৃণমূল নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে পড়েছে।
এই সুযোগে বিজেপি শাসক দলকে তীব্র আক্রমণ করেছে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কটাক্ষ করে বলেন:
“আরে তৃণমূল মানেই তো চোর, ডাকাত, গুন্ডা, বদমাস। আর কী বলব। তৃণমূলের চুরি, ছিনতাইয়ের একটার পর একটা ঘটনা প্রকাশ্যে এসে যাচ্ছে। আর তৃণমূলের সব পদাধিকার নেতারা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। যাক এই ক্ষেত্রে দেখছি পুলিশ ধরেছে। শাস্তি হোক।”
তৃণমূলের প্রতিক্রিয়া
অন্যদিকে, এই ঘটনায় অস্বস্তিতে থাকা তৃণমূল নেতৃত্ব আইনি পথে চলার কথা জানিয়েছেন। তৃণমূলের পুরশুড়া ব্লক সভাপতি তপন সামুই বলেন, “আমি জানিই না। তবে দোষ করলে, সে যেই হোক না কেন শাস্তি পাবে। এই ক্ষেত্রে অভিযোগ হয়েছে। পুলিশ ধরেছে। আইনের পথেই চলবে। এতে আর কী বলার আছে।”
পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে। এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, জনপ্রতিনিধির ছেলে যদি এভাবে দুষ্কর্মে লিপ্ত থাকে, তবে মানুষের মধ্যে খারাপ প্রভাব পড়া স্বাভাবিক। অভিযুক্তের কড়া শাস্তি হলে তবেই প্রশাসনের ওপর মানুষের আস্থা থাকবে।