পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় মানেই চোখের সামনে ভেসে ওঠে রুক্ষ লাল মাটির সৌন্দর্য। কিন্তু এবার সেই পাহাড়ের পাদদেশেই তৈরি হচ্ছে এক অভিনব ও অত্যাধুনিক স্থাপত্য, যা নজর কাড়ছে সবার। কোনো ইট বা সাধারণ কংক্রিট নয়, সম্পূর্ণ প্রাকৃতিক পাথর দিয়ে নির্মিত হচ্ছে একটি দোতলা বিল্ডিং। পুরুলিয়ার বিখ্যাত বেড়ো পাহাড়ের শক্ত ও নান্দনিক পাথর ব্যবহার করে তৈরি এই বাড়িটি স্থাপত্যশৈলীর এক অনন্য নজির হতে চলেছে।
কলকাতার বাসিন্দা শিবাজী ব্যানার্জী এই প্রকল্পের উদ্যোক্তা। তাঁর ভাবনায় ছিল প্রকৃতির নষ্ট হয়ে যাওয়া বা অব্যবহৃত উপাদানকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করা। পাহাড় থেকে খসে পড়া বা পড়ে থাকা পাথর সংগ্রহ করে তিনি এই ‘স্টোন বিল্ডিং’ বা পাথুরে বাড়িটি তৈরি করছেন। শিবাজী বাবুর কথায়, এটি শুধুমাত্র একটি বাসস্থান নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সংস্কৃতির এক সেতুবন্ধন।
স্থানীয় বাসিন্দা হানিফ সেখ জানান, “রঘুনাথপুর তো বটেই, গোটা জেলাতেই এমন পাথরের বাড়ি খুব একটা দেখা যায় না। এটি যেমন পরিবেশবান্ধব, তেমনই দীর্ঘস্থায়ী। পর্যটকরা এখন জয়চণ্ডী পাহাড় দেখতে এসে এই বাড়িটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন।” আধুনিক প্রযুক্তির সঙ্গে পাহাড়ের প্রাচীন আভিজাত্য মিশে গিয়ে এই নির্মাণটি জয়চণ্ডী পাহাড়ের পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে। ইটের ব্যবহার ছাড়াই কীভাবে একটি টেকসই ইমারত গড়ে তোলা যায়, তা শিখিয়ে দিচ্ছে পুরুলিয়ার এই নতুন আকর্ষণ।