পুরুলিয়া জেলার রঘুনাথপুরের উপরডি গ্রামে গত এক মাস ধরে চলা এক ‘রহস্যময়’ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের বাসিন্দা পরেশ মণ্ডলের বাড়িতে বারবার বিনা কারণে দাউদাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে ‘অলৌকিক’ আতঙ্ক তৈরি হয়েছিল। তবে এই রহস্যের জট খুলতে এবার ময়দানে নামল সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ‘ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’।
সংগঠনের একটি প্রতিনিধি দল সম্প্রতি ওই গ্রামে পৌঁছে পরেশ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পুরো বাড়িটি খুঁটিয়ে পরিদর্শন করেন। বাড়ির প্রতিটি কোণ পরীক্ষা করার পর প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, সেখানে প্রাকৃতিকভাবে বা রাসায়নিক কোনো কারণে আগুন লাগার মতো দাহ্য পদার্থের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তদন্ত শেষে বিজ্ঞান সংগঠনের সদস্যরা প্রাথমিক মতামত দিয়েছেন যে, এই ঘটনার পিছনে কোনো অলৌকিক শক্তি বা ভূতুড়ে কারবার নেই। বরং ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে বারবার আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি, সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সাঁওতালডিহি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা দাবি জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল অপরাধীকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক। বিজ্ঞানের যুক্তি সামনে আসায় এতদিন ধরে আতঙ্কে থাকা গ্রামবাসী ও পরেশ মণ্ডলের পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।