পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়ক আবারও মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী হলো। শুক্রবার গভীর রাতে পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার অন্তর্গত সাধুসালতোড়া সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন, এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি মাল বোঝাই ছয় চাকার লরি, যার ফলশ্রুতিতে লরিটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লরিটি রঘুনাথপুর থেকে সিমেন্ট নিয়ে মধুকুন্ডার দিকে যাচ্ছিল। কিন্তু মাঝ পথেই ঘটে এই বিপত্তি। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে লরির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার অভিঘাতে লরির ভেতরেই আটকে পড়েন খালাসি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় সাঁতুড়ি থানার পুলিশ। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত লরির ভেতর থেকে আটকে পড়া খালাসিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, লরির মধ্যে থাকা অপর তিন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল কিনা, তা এখনো জানা যায়নি।
মৃত খালাসিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনাস্থল থেকে লরিটি সরানোর জন্য ক্রেনের সাহায্য নেওয়া হয়। পরে লরিটি উদ্ধার করে সাঁতুড়ি থানায় নিয়ে আসা হয়। জানা গেছে, যে চার চাকার গাড়িতে লরিটি ধাক্কা মেরেছিল, পুলিশ আসার আগেই সেই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সেই গাড়িটির খোঁজ করছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি আবারও রাজ্য সড়কে যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।