প্রেমিকা বিশ্বাসযোগ্য নয়, এই ভ্রান্ত ধারণার বশে তাঁকে কুপিয়ে খুন করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুনের পিম্প্ররি চিঞ্চওয়াড় এলাকায়। অভিযুক্ত গ্যারেজ মেকানিক প্রেমিক নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন বলে রবিবার পুলিশ জানিয়েছে।
পুনের পিসোলি গ্রামের বাসিন্দা অভিযুক্ত দিলাওয়ার সিং (২৫) শনিবার সন্ধ্যায় এই কাণ্ড ঘটিয়েছেন।
ফোনে ছবি দেখেই মাথায় খুন চড়ে যায়:
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিলাওয়ার সিং তাঁর প্রেমিকা মেরি মাল্লেশ তেলুগুর ফোনে অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখতে পান। এরপরেই তাঁর মাথায় খুন চড়ে যায়।
ওয়াকাদ থানার এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার বিকেলে দিলাওয়ার প্রেমিকাকে ওয়াকাদের কালাখাদক এলাকার একটি লজে নিয়ে গিয়েছিলেন। সেখানেই প্রেমিকার ফোন চেক করতে গিয়ে তিনি ওই ছবিগুলি দেখতে পান। তীব্র ক্ষোভের বশে দিলাওয়ার ধারালো ছুরি এবং রেঞ্চ দিয়ে কুপিয়ে প্রেমিকাকে হত্যা করেন।
খুনের পর দিলাওয়ার সিং নিজেই কোন্ধোয়া থানায় গিয়ে পুলিশকে জানান যে তাঁর প্রেমিকা তাঁকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন।
কোন্ধোয়া থানার পরিদর্শক ঘটনাটি ওয়াকাদ থানাকে জানালে, ওয়াকাদ থানার পুলিশ বাহিনী ওই লজে গিয়ে মেরির মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত প্রেমিক দিলাওয়ার সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে ওয়াকাদ থানার পুলিশ জানিয়েছে।