উৎসবের মরসুমে চরম চাঞ্চল্য! সিভিক ভলান্টিয়ারের পোশাক পরেই দুর্গা প্রতিমার সোনার গয়না চুরির মতো দুঃসাহসিক ঘটনা ঘটল মালদহের গাজোলে। একলাখি গান্ধীমোর সার্বজনীন পুজোয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জন সিভিক ভলান্টিয়ার-সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পুজোর মণ্ডপ থেকে দেবী দুর্গার সোনার গয়না চুরি হওয়ার পরই নড়েচড়ে বসে পুজো কমিটি। তড়িঘড়ি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ মণ্ডপের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই অবিশ্বাস্য দৃশ্য। দেখা যায়, পুলিশের সিভিক ভলান্টিয়ারের পোশাক পরা অবস্থায় কয়েকজন সন্দেহভাজন মণ্ডপে ঘোরাফেরা করছে এবং তার পরই গয়না চুরির ঘটনাটি ঘটে।
ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ওই দুই সিভিক ভলান্টিয়ার এবং চুরির ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতার করে। দুর্গা প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের উপর ছিল, তাদের দ্বারাই এমন কাণ্ড ঘটায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কর্তব্যের আড়ালে এমন বিশ্বাসঘাতকতার ঘটনা সামনে আসায় নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখছে, এর পিছনে অন্য কোনও বড় চক্র জড়িত আছে কিনা।