একদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি, অন্যদিকে ডিভিসি-র (DVC) বিপুল পরিমাণ ছাড়া জল—এই দুইয়ের ধাক্কায় রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজো পর্ব চলাকালীনই শহর কলকাতা সহ মফস্বল অঞ্চলে জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ডিভিসি-কে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার একাদশী তিথিতে রাজ্যের এই বানভাসি পরিস্থিতির কথা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি বার্তা পোস্ট করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।
মুখ্যমন্ত্রীর কড়া অভিযোগ
ডিভিসি-র ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন যে, রাজ্যে যে বিপর্যয় তৈরি হয়েছে, “এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়। এটা ডিভিসি-র তৈরি করা বিপর্যয়।”
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন:
‘ইচ্ছাকৃতভাবে দুর্দশা’: মুখ্যমন্ত্রী বলেন, “বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিসি। কারণ, রাজ্যকে নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে তারা। উৎসবের সময় ইচ্ছাকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয়।”
‘অগ্রহণীয় আচরণ’: তিনি ডিভিসি-র এমন আচরণকে ‘লজ্জাজনক এবং অবশ্যই অগ্রহণীয়’ বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর দাবি, কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিভিসি।
ডিভিসি-কে চরম হুঁশিয়ারি
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে ডিভিসি-কে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না।”
তিনি আরও বলেন, “বাংলা-বিরোধী যেকোনও ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াব। সত্যের জয় হবে। অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই।”
মুখ্যমন্ত্রীর এই কড়া মন্তব্যে স্পষ্ট, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসি-র সঙ্গে সংঘাত চরমে পৌঁছল। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি বৈঠক ডেকেছে।