পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো পরিষেবা, রাতে ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন, রইল সম্পূর্ণ সময়সূচি

রবিবার (৫ অক্টোবর) রেড রোডে অনুষ্ঠিত হতে চলা পুজো কার্নিভালের জন‍্য বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এই দিন কার্নিভাল দেখতে আসা দর্শনার্থীদের বাড়ি ফেরার সুবিধার জন্য ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই এই বর্ণাঢ্য কার্নিভাল আয়োজিত হয়, যেখানে শহরের বহু পুজো কমিটি অংশ নেয়। এই মেগা ইভেন্ট দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। তাঁদের জন্যেই স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পরেও বিশেষ মেট্রো চলবে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) উভয় লাইনেই অতিরিক্ত ৬টি বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। এর মধ্যে ৩টি আপ এবং ৩টি ডাউন লাইনে ট্রেন চলাচল করবে। প্রতি ২০ মিনিট অন্তর একটি করে বিশেষ মেট্রো মিলবে।

ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) বিশেষ মেট্রো পরিষেবা
কার্নিভাল শেষে ব্লু লাইনে এই বিশেষ ট্রেনগুলি পাওয়া যাবে:

দিক সময় (রাত)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ১০:০৩, ১০:২৩, ১০:৪৩
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ০৯:৫৩, ১০:১৩, ১০:৩৩

Export to Sheets
গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) বিশেষ মেট্রো পরিষেবা
গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রোর সময়সূচি:

দিক সময় (রাত)
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান ১০:২০, ১০:৪০, ১১:০০
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ ১০:২০, ১০:৪০, ১১:৪০

প্রসঙ্গত, পুজোর কয়েকদিন বিশেষ মেট্রো পরিষেবা দেওয়ার ফলে কলকাতা মেট্রো রেলের রেকর্ড আয় হয়েছে। মেট্রো রেলের তথ্য অনুসারে, শুধু পঞ্চমী থেকে নবমীর মধ্যে ব্লু, গ্রিন, অরেঞ্জ সহ সবকটি শাখা মিলিয়ে মোট ৪৩.৬ লক্ষ মানুষ মেট্রোয় যাতায়ত করেছেন। সেপ্টেম্বরে মোট যাত্রীর সংখ্যা ছিল ২.২৫ কোটিরও বেশি। শুধুমাত্র নবমীর দিনেই ৮.১৬ লক্ষের বেশি যাত্রী মেট্রো ব্যবহার করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy