পার্থ-কুণাল ফোনালাপের পরই অর্পিতার বিস্ফোরক মন্তব্য, ‘জেল থেকে বেরনোর পর পার্থর সঙ্গে এখনও কথা হয়নি’

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো এবং বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর বুধবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন অর্পিতা মুখোপাধ্যায়। আর তাতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সদ্য জামিনে মুক্ত হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর এখনও কোনও কথা হয়নি বলে সরাসরি জানিয়ে দিলেন অর্পিতা।

ব্যাঙ্কশাল কোর্টে অর্পিতার আবেদন:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনও অবধি পার্থর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি।

এদিন অর্পিতা কোর্টে একটি পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আবেদন করেন। সেই প্রসঙ্গে তিনি বলেন:

“আমার একটি অ্যাকাউন্ট ২০০২ সাল থেকে আছে। সেই অ‍্যাকাউন্ট খোলার জন‍্য কোর্টের কাছে জানিয়েছি। দেখা যাক কী হয়। ৮ তারিখে শুনানি হবে। অ্যাকাউন্টটা ২০০২ সাল থেকে রয়েছে। তাঁর সঙ্গে নিয়োগের সম্পর্ক নেই। তখন তো আমি কেরিয়ার শুরু করেছি। সেই অ‍্যাকাউন্টও আটকে দিয়েছে। তা খোলার জন‍্য আবেদন করা হয়েছে।”

‘আঙ্কেল’ প্রসঙ্গে নীরবতা:

এরপর ইডি-র বাজেয়াপ্ত নথির মধ্যে এলআইসি-র পেপারে পার্থ চট্টোপাধ্যায়কে ‘আঙ্কেল’ লেখা নিয়ে প্রশ্ন করা হলে অর্পিতা মুখ এড়িয়ে যান। তিনি বলেন, “এই প্রসঙ্গে প্লিজ কোনও প্রশ্ন করবেন না।”

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় যখন জেলবন্দি ছিলেন, তখন কলকাতা হাইকোর্টে জামিন সংক্রান্ত মামলায় অর্পিতার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, অর্পিতা LIC-র নথিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে বাড়ি ফেরার পরের দিনই সংবাদ মাধ্যমের কাছে অর্পিতাকে তাঁর ‘বান্ধবী’ হিসেবে উল্লেখ করে সদর্পে বলেছিলেন, “যাঁর বৌ আছে…তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।” তবে পার্থ এ কথা বলার পরেও অর্পিতা কোনও প্রতিক্রিয়া দেননি। আজ তিনি কেবল নীরবতা বজায় রাখলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy