“পাঞ্জাব এখন সেফ!” সাড়ে তিন বছরে ৯০০ গ্যাংস্টার গ্রেফতার, খতম ১৩; কড়া তথ্য দিলেন মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবকে মাদকমুক্ত করতে এবং অপরাধীদের দমনে এক নির্ণায়ক বিজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আম আদমি পার্টি সরকার। আজ এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ঘোষণা করেছেন যে, গত সাড়ে তিন বছরে তাঁর সরকার ৮৫,৪১৮ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, এনডিপিএস (NDPS) আইনের অধীনে অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার হার পৌঁছেছে রেকর্ড ৮৮ শতাংশে। ১ জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত ৯১৬ জন দুর্ধর্ষ গ্যাংস্টারকেও খাঁচাবন্দি করেছে পাঞ্জাব পুলিশ।

মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদক পাচারকারীদের বিরুদ্ধে মোট ৬৩,০৫৩টি মামলা করা হয়েছে। ২০২৫ সালে শুরু হওয়া ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানের ব্যাপক সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ১ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ইতিবাচক ফলাফল মিলেছে। প্রয়োগ (Enforcement), আসক্তিমুক্তি (De-addiction) এবং প্রতিরোধ (Prevention)—এই ত্রি-স্তরীয় কৌশলে কাজ করছে প্রশাসন। গত কয়েক বছরে ৫,১১৯ কেজি হেরোইন, ৩,৪৫৮ কেজি আফিম এবং প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেবল মাদক উদ্ধার নয়, পাচারকারীদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতেও সরকার তৎপর। ১,৪০০টিরও বেশি মামলায় পাচারকারীদের প্রায় ২,৭৩০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি সাফ জানিয়েছেন, “পাঞ্জাবে মাদক থেকে উপার্জিত কোনো সম্পদ ভোগ করতে দেওয়া হবে না।” প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ‘সেফ পাঞ্জাব’ হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে প্রায় ৩০ হাজার তথ্য পেয়েছে পুলিশ, যার ভিত্তিতে ১৪ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্যাংস্টারদের বিরুদ্ধে ব্যবস্থার খতিয়ান তুলে ধরে ভগবন্ত মান বলেন, ১৭ ডিসেম্বরের মধ্যে ৯১৬ জন গ্যাংস্টারকে ধরা হয়েছে এবং এনকাউন্টারে ১৩ জন নিহত হয়েছে। উদ্ধার হয়েছে ৫৯৪টি আগ্নেয়াস্ত্র। ড্রোনের মাধ্যমে সীমান্ত পারের মাদক পাচার রুখতেও পাঞ্জাব পুলিশ বড় সাফল্য পেয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই কঠোর পদক্ষেপের ফলে পাঞ্জাব আজ অনেক বেশি নিরাপদ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy