পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Purulia Government Medical College and Hospital) পরিকাঠামোর উন্নয়ন এবং বিশেষত নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা। দূরবর্তী ক্যাম্পাসে রাতের ডিউটিতে চরম নিরাপত্তাহীনতায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
ইন্টার্নদের অভিযোগ, তাঁদের অনেককেই হাসপাতালের মূল ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের ক্যাম্পাসে রাতের ডিউটির জন্য যেতে হয়। এই রুটে যাতায়াতের সময় নিরাপত্তার অভাব রয়েছে, যা তাঁদের জন্য বড় উদ্বেগের কারণ।
আন্দোলনকারীদের আরও দাবি, গত পাঁচ বছরেও তাঁদের পরিকাঠামো উন্নয়নের কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি।
ঘটনার পর কলেজ প্রশাসন ইন্টার্নদের সঙ্গে আলোচনা করেছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে। তবে ইন্টার্নরা এখনও তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেননি। তাঁদের বক্তব্য, শুধু আশ্বাস নয়, দ্রুত পরিকাঠামোগত পরিবর্তন এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা হলেই তাঁরা কাজে ফিরবেন। এই কর্মবিরতির কারণে হাসপাতাল পরিষেবা কিছুটা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।