পরকীয়া দেখে ফেলায় খুন? ভৈরব নদীতে মিলল নিখোঁজ নাবালিকার দেহ, গ্রেফতার মামী ও প্রেমিক

পরকীয়ার ঘটনা দেখে ফেলায় নিজের ন’বছরের ভাগ্নিকে নদীতে ডুবিয়ে মারার অভিযোগ উঠল মামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদ থানার পুলিশ অভিযুক্ত মামী সিরিনা বিবিকে গ্রেফতার করেছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার দু’দিন পর শনিবার ভৈরব নদী থেকে নাবালিকা খাদিজা খাতুনের মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সিরিনার প্রেমিককেও আটক করা হয়েছে।

মৃত খাদিজার বাড়ি মুর্শিদাবাদ থানার হাসানপুর চৌধুরী পাড়ায়। পুলিশ সূত্রে খবর, খাদিজা তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করত। তার বাবা কর্মসূত্রে দুবাইতে থাকেন এবং মামা কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানান, ভৈরব নদী থেকে উদ্ধার হওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, গুধিয়ার এক যুবকের সঙ্গে সিরিনা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মৃতের আত্মীয় মইদুল শেখ জানান, খাদিজা মামী সিরিনাকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল। এই কথা কাউকে বলে দিতে পারে, এই সন্দেহে সিরিনা খাদিজাকে নদীর ধারে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে জলে ডুবিয়ে মেরে দেহ লোপাটের চেষ্টা করে। পুলিশি জেরায় সিরিনা এই ঘটনার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

খাদিজা গত ৩১ জুলাই থেকে নিখোঁজ ছিল। সেদিন রাতেই পরিবারের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্ত শুরু করে পুলিশ গ্রামের তিনটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে দেখা যায়, ৩১ জুলাই দুপুর ১২টা ৯ মিনিট নাগাদ সিরিনা খাদিজাকে নদীর দিকে নিয়ে যাচ্ছে। গ্রামের কয়েকজন লোকও তাদের একসঙ্গে যেতে দেখেছিল।

এরপর পুলিশ সিরিনাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে মানসিকভাবে ভেঙে পড়ে সিরিনা এবং ঘটনার বিস্তারিত বিবরণ দেয়। সে জানায়, খাদিজাকে জলে ডুবিয়ে খুন করে ভৈরব নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। শনিবার দুপুরে ডুবুরি নামিয়ে ভৈরব নদী থেকে খাদিজার দেহ উদ্ধার করা হয়।

মৃতের কাকা মিলন শেখ অভিযোগ করেন, “মামীর গোপন কিছু দেখে ফেলায় খাদিজাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই খুনের ঘটনায় গুধিয়ার যুবকও সমানভাবে জড়িত। আমরা দুজনেরই দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” পুলিশ জানিয়েছে, আটককৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও গভীরে যাওয়ার চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই চার্জশিট দাখিল করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy