মহারাষ্ট্রে বিজয়া দশমী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সঙ্ঘ প্রধান মোহন ভাগবত প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং দেশের অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেপালের প্রসঙ্গ টেনে এনে আরএসএস প্রধান বলেন, “যে সরকার জনগণের উদ্বেগ ও সমস্যা থেকে নিজেদের সরিয়ে রাখে, সেই সরকারকে জনগণের তীব্র রোষের মুখে পড়তে হয়।” তিনি আরও সতর্ক করে বলেন, “কেবল দেশের বাইরে নয়, ভিতরেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে কিছু শক্তি।”
তিনি গত তিন বছরে ভারতের প্রতিবেশী অঞ্চলে হওয়া বড় ধরনের পালাবদলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “জনসাধারণের ক্ষোভের সহিংস বহিঃপ্রকাশের কারণে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে সরকার পরিবর্তন আমাদের জন্য উদ্বেগের বিষয়।” তিনি মনে করিয়ে দেন, এই পরিবর্তনগুলির মূলে রয়েছে যুব নেতৃত্বের বিক্ষোভ।
ভাগবতের মতে, যদিও সরকারের উচিত জনমুখী ও সংবেদনশীল হওয়া, তবে গণতান্ত্রিক উপায়েই একমাত্র দেশের পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, “সহিংস বিক্ষোভে কোনও লক্ষ্য পূরণ হয় না। বরং দেশের বাইরে বসে থাকা শক্তিগুলো তাদের খেলা খেলার একটি মঞ্চ পেয়ে যায়।”
VIDEO | Nagpur, Maharashtra: RSS chief Mohan Bhagwat addresses Rashtriya Swayamsevak Sangh (RSS) centenary programme.
He says, “The revolutions like those in Nepal, Sri Lanka, and Bangladesh only bring instability. The government must be people-oriented to avoid such chaos, but… pic.twitter.com/WERFclMtd9
— Press Trust of India (@PTI_News) October 2, 2025
এ দিন সঙ্ঘ প্রধান আমেরিকার শুল্ক নীতি নিয়েও মন্তব্য করেন এবং দেশের আত্মনির্ভরতা ও স্বনির্ভরতার উপর জোর দেন।
ভাগবত বলেন, “সম্প্রতি আমেরিকা একটি নতুন শুল্ক নীতি গ্রহণ করেছে। এটি হয়তো তাদের নিজস্ব সুবিধার জন্যে, কিন্তু এর প্রভাবে সকলের উপর পড়ছে। নির্ভরতা যেন বাধ্যবাধকতা না হয়ে দাঁড়ায়। তাই আমাদের অবশ্যই স্বনির্ভর হতে হবে। আমাদের আত্মনির্ভর হতে হবে।”