নির্বাচনের আগে বড় ঝটকা বিজেপিতে! তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র

২০১৯ সালে দিল্লিতে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে পরাজিত হন তিনি। দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার পর ২০২৬-এর আগে তৃণমূলে ফিরলেন অভিনেত্রী।

এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পার্নো জানান, মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এলেও বিজেপিতে সেই সুযোগ তিনি পাননি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য যা কাজ করছেন, তাতে অনুপ্রাণিত হয়েই ওঁর পাশে দাঁড়াতে চাই।” বিজেপির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেখানে তাঁর কোনো বিশেষ অভিজ্ঞতাই হয়নি এবং দলের সঙ্গে তাঁর ‘মেন্টাল ম্যাচ’ হচ্ছিল না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy