‘নির্বাচন কমিশন এখন ম্যাজিশিয়ান, ভোটারকে ভ্যানিশ করে দিচ্ছে’! ভুল ম্যাপিং নিয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা পৌরনিগমের মেয়র এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম বিস্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং ইচ্ছাকৃতভাবে ভুল ম্যাপিং করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে।

সোমবার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের ওয়ার রুম পরিদর্শনের সময় ফিরহাদ হাকিম এই অভিযোগ করেন। তিনি বলেন, “আমাদের কর্মীরা মানুষের ভোট রক্ষার জন্য প্রাণপণ কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে চলছে না, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ভুল ম্যাপিং হচ্ছে, ভোটারকে কাটানোর জন্য ভুল ম্যাপিং করা হচ্ছে।”

বাড়ি-ব্লক ‘উধাও’ করার অভিযোগ:

মেয়র ফিরহাদ হাকিম আরও গুরুতর অভিযোগ এনে বলেন, “ম্যাজিকে আছে না ভ্যানিশ, ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ন হয়ে গিয়েছে।” তাঁর অভিযোগ:

ভুল ম্যাপিং: ইচ্ছাকৃতভাবে ভুল ম্যাপিং করা হচ্ছে। যেমন, একজন প্রকৃত ভোটারের এন্ট্রি করার সময় ভুল ম্যাপিং করে দেখিয়ে দেওয়া হচ্ছে তিনি বহরমপুরে থাকেন, যার ফলে কলকাতা থেকে তাঁর নাম বাদ পড়ছে।

সম্পূর্ণ ব্লক উধাও: তিনি অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে গোটা পরিবার নিয়ে এলাকায় বাস করা প্রকৃত ভোটারদের পুরো ব্লক বা বাড়ি উধাও হয়ে যাচ্ছে এই প্রক্রিয়ায়। একই এলাকায় পরপর ছ’টি বাড়ি ‘ভ্যানিশ’ করে দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি।

মানুষের ক্ষোভ: তিনি এলাকায় গেলে মানুষজন তাঁকে প্রশ্ন করছেন যে, গত লোকসভাতে ভোট দেওয়ার পরেও কেন তাঁদের ফর্ম এল না বা কেন তাঁদের বাড়ি উধাও করে দেওয়া হল।

ফিরহাদ হাকিম সরাসরি অভিযোগ করেন যে বিজেপি ভোট কাটার চেষ্টা করছে। এর আগে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলেছিলেন যে, এসআইআর-এর মাধ্যমে আসলে ‘সাইলেন্ট রিগিং’ (Silent Rigging) হচ্ছে। তাঁরা ২০০২ সালের হার্ড কপি তালিকা এবং বর্তমান অনলাইন তালিকার মধ্যে বিস্তর ফারাকের অভিযোগও তুলেছিলেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy