নাবালিকা কন্যার গোপন বিয়ের চেষ্টা, পুলিশ পৌঁছতেই মেজো মেয়েকে সামনে আনল পরিবার! বালুরঘাটে বাল্যবিবাহ রুখল প্রশাসন

পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুরঘাটে এক নাবালিকা কন্যার গোপন বিয়ের চেষ্টার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, পুলিশ যখন বাল্যবিবাহটি আটকাতে ঘটনাস্থলে পৌঁছয়, তখন পরিবার ছোটো মেয়ের বদলে মেজো মেয়েকে শাখা-পলা পরিয়ে সামনে দাঁড় করিয়ে নাবালিকা মেয়ের বিয়ের বিষয়টি আড়াল করার চেষ্টা করে। এই ‘কারসাজি’র ফলে প্রথমবার পুলিশ খালি হাতে ফিরতে বাধ্য হয়। তবে তারা নাবালিকার বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করে এসেছিল।

পুনরায় খবর পাওয়ার পর, শুক্রবার রাতে পুলিশ, ডিএলএসএ (DLSA) এবং প্রশাসনের কর্মীরা বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে একযোগে যায় এবং বিয়ে আটকে দেয়। এরপর একাদশ শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) মাধ্যমে তাকে মালদা হোমে পাঠানো হয়।

ছেলে পক্ষ নিজেই আপত্তি জানিয়েছিল:

জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের সঙ্গে ওই নাবালিকার বিয়ের কথা ছিল শুক্রবার। মেয়ের বাড়িতে রান্না, ছেলের বাড়িতে ডিজে বক্স ও প্যান্ডেল সবই তৈরি হয়েছিল। কিন্তু নাবালিকার বয়স ১৮ বছর না হওয়ায় ছেলের পরিবার প্রথম দিকেই আপত্তি জানিয়েছিল।

অভিযোগ, পুলিশের নিষেধাজ্ঞার পরেও মেয়ের পরিবার ছেলেকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানোর চেষ্টা করে। ঠিক সেই সময় প্রশাসন পৌঁছে পুরো কারসাজি ফাঁস করে এবং বিয়ে বন্ধ করে দেয়।

শনিবার ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে নিজেদের ভুল বুঝতে পেরে পরিবারের তরফ থেকে লিখিতভাবে জানানো হয়েছে যে, ১৮ বছরের আগে তাঁরা আর মেয়ের বিয়ে দেবেন না। বিয়ে বাতিল হওয়ায় মাইক ও প্যান্ডেল ব্যবসায়ীরা ক্ষতিপূরণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসন এখন বাল্যবিবাহ রুখতে সচেতনতা শিবির করার উপর জোর দিচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy