ভোটার কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আবর্জনার স্তূপে ফেলে রাখা অবস্থায় উদ্ধার হওয়ায় নবদ্বীপে (Nabadwip) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নবদ্বীপ থানার অন্তর্গত প্রতাপনগর হাসপাতাল রোড এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মঙ্গলবার সকালে অসংখ্য ভোটার কার্ড উদ্ধার হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা প্লাস্টিকের ব্যাগ ছেঁড়া অবস্থায় কার্ডগুলি দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ দল দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া সমস্ত ভোটার কার্ড নিজেদের হেফাজতে নেয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ দুটি সম্ভাবনা খতিয়ে দেখছে—কার্ডগুলি ইচ্ছাকৃতভাবে কেউ এখানে ফেলে গেছে, নাকি বিতরণের জন্য নিয়ে আসার সময় ভুলবশত বা অসাবধানতাবশত এখানে পড়ে গেছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে বেশ কিছু কার্ড স্থানীয় লোকজনের, যারা সাম্প্রতিককালে ভোটার কার্ডের ‘রি-ইস্যু’ করার জন্য আবেদন করেছিলেন। এমন গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, হয়তো কোনও অসাধু চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত অথবা এটি প্রশাসনিক গাফিলতির চরম নিদর্শন। এই ঘটনা নির্বাচন প্রক্রিয়ার নথিপত্র রক্ষণাবেক্ষণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।