নন্দীগ্রামে অভিষেকের ‘ট্যাবলেট’ রাজনীতি! ‘চুরির মাল দিয়ে মানুষ কেনা যাবে না’, মেগা আক্রমণে শুভেন্দু

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামের মাটি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে ‘সেবাশ্রম’ ক্যাম্প করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তৃণমূলের লক্ষ্য, এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া। কিন্তু অভিষেকের এই ঘোষণাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। নিজের খাসতালুকে তৃণমূলের এই ‘জনসংযোগ’ কর্মসূচিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষকে এভাবে ভুল বুঝিয়ে কেনা সম্ভব নয়। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “সবই চুরির মাল! ভোটের আগে এখন ট্যাবলেট বিতরণ করতে আসছে। এই চুরির টাকায় কেনা ট্যাবলেট দিয়ে নন্দীগ্রামের আত্মসম্মানী মানুষের মন পাওয়া যাবে না।” শুভেন্দুর দাবি, দুর্নীতিগ্রস্ত উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এখন মানুষকে তুষ্ট করার চেষ্টা করছে শাসক দল। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, নন্দীগ্রামের পবিত্র মাটিতে তৃণমূলের এই ‘ভোটের রাজনীতি’ সফল হবে না।

পাল্টা তৃণমূল শিবিরের দাবি, মানুষের প্রয়োজনে পরিষেবা পৌঁছে দেওয়া যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ তাঁরা বারবার করবেন। রাজনৈতিক মহলের মতে, নন্দীগ্রামে কো-অর্ডিনেটর পদে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের পর এবার সরাসরি জনসেবামূলক প্রকল্পের ঘোষণা— সব মিলিয়ে শুভেন্দুর গড়ে জোড়াফুল শিবিরের এই সক্রিয়তা আগামী দিনে বড়সড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ট্যাবলেট বনাম চুরির অভিযোগের এই লড়াই এখন নন্দীগ্রামের গণ্ডি ছাড়িয়ে গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy