নতুন বছরের শুরুতেই গাড়ি প্রেমীদের জন্য দুঃসংবাদ। প্রতি বছরের মতো ২০২৬ সালের শুরুতেও ভারতের বাজারে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রায় প্রতিটি প্রথম সারির গাড়ি প্রস্তুতকারী সংস্থা। কাঁচামালের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং লজিস্টিক্স খরচ বেড়ে যাওয়ার কারণেই মার্সিডিজ, বিএমডব্লিউ (BMW), এমজি (MG) এবং নিশান-এর মতো সংস্থাগুলি এই পথ বেছে নিয়েছে।
মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ: ১ জানুয়ারি ২০২৬ থেকে মার্সিডিজ তাদের প্রতিটি মডেলে ২ শতাংশ দাম বাড়ানোর ঘোষণা করেছে। এর ফলে মডেল ভেদে গাড়ির দাম প্রায় আড়াই লক্ষ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। অন্যদিকে, বিএমডব্লিউ কাঁচামালের দাম এবং ডলারের তুলনায় টাকার দামের পার্থক্যের কথা মাথায় রেখে ফের দাম বাড়াতে চলেছে।
বিওয়াইডি (BYD) ও এমজি মোটর: ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা BYD তাদের ‘Sealion 7’ মডেলের দাম বাড়াচ্ছে। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে বুকিং করলে পুরনো দামেই গাড়ি পাওয়া যাবে। এমজি মোটরও তাদের পেট্রোল, ডিজেল ও ইভি মডেলে ২ শতাংশ দাম বাড়াচ্ছে। এর ফলে গাড়ির দাম ৩০ থেকে ৩৭ হাজার টাকা বাড়তে পারে, তবে এমজি কমেট ইভি-র দাম বাড়তে পারে ১০ থেকে ২০ হাজার টাকা।
নিশান ও হোন্ডা: নিশান জানিয়েছে, নতুন বছর থেকে তাদের প্রতিটি মডেলে ৩ শতাংশ দাম বৃদ্ধি পাবে। জাপানি সংস্থা হোন্ডাও দাম বাড়ানোর ইঙ্গিত দিলেও ঠিক কত টাকা বাড়বে, তা এখনও খোলসা করেনি। তাই গাড়ি কেনার পরিকল্পনা থাকলে নতুন বছর পড়ার আগেই বুকিং সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হতে পারে।