ওড়িশাকে সম্পূর্ণ নকশালমুক্ত করার পথে এক ঐতিহাসিক সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কন্ধমাল জেলায় এক রুদ্ধশ্বাস অভিযানে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উকে-সহ ছয় নকশালপন্থী নিহত হয়েছে। মৃত গণেশ উকের মাথার দাম ছিল ১ কোটি ১ লক্ষ টাকা এবং সে ওড়িশায় সংগঠনের প্রধান ছিল।
অমিত শাহের ২০২৬-এর লক্ষ্যমাত্রা: এই সাফল্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স (X) হ্যান্ডেলে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান। তিনি স্পষ্ট করে বলেন, মোদী সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করতে বদ্ধপরিকর। শাহের মতে, ওড়িশা এখন নকশালমুক্ত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।
অভিযানের খুঁটিনাটি: গোপন সূত্রে খবর পেয়ে কন্ধমালের গভীর জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বুধবার রাত থেকে শুরু হওয়া এই এনকাউন্টারে শীর্ষ নেতাদের খতম করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় সরকারের বহুমুখী কৌশল— একদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন (রাস্তা, ব্যাংক, মোবাইল নেটওয়ার্ক)— নকশাল দমনে বড় ভূমিকা নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।