‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রীর ম্যাজিক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রশ্নে উত্তাল মঞ্চ!

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে প্রায় দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে দেখা গেল তাঁদের আসন্ন ছবি ‘ধূমকেতু’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। সোমবারের এই জমকালো ইভেন্টে তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। ছবির ট্রেলার লঞ্চের পাশাপাশি দর্শকদের সামনে উঠে আসে তাঁদের একে অপরের প্রোডাকশন হাউজে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি দেব এবং শুভশ্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখেন। কৌশিক জানতে চান, কবে তাঁদের একে অপরের প্রোডাকশন হাউজে কাজ করতে দেখা যাবে?

কৌশিকের প্রশ্ন শেষ হতে না হতেই দেব জানান, “আমি তো করেই দিয়েছি। এবার ওর পালা!” দেবের কথা শেষ হওয়ার আগেই শুভশ্রী উত্তর দেন, “দেব এখন মেগাস্টার। দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই।”

এ সময় দর্শকের আসন থেকে এক ভক্ত বলে ওঠেন, “দেবদা বিনা পয়সায় করে দেবে!” জবাবে দেব বলেন, “শুভশ্রীর প্রোডাকশনে ফ্রিতে কেন কাজ করতে যাব! বিনামূল্যে একেবারেই নয়। আমি ঠিক বুঝে নেব।” এরপর তিনি শুভশ্রীর দিকে তাকিয়ে বলেন, “শুধু ছবিটা নিয়ে ভাবো!”

দেব এবং শুভশ্রীর এই মজার কথোপকথন দর্শকদের মনে ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর মতো তাঁদের অতীতের সুপারহিট জুটির স্মৃতি ফিরিয়ে আনে। ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে এই জুটির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই ছবি তাঁদের পেশাদার সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

দীর্ঘদিনের বিরতির পর পর্দায় একসঙ্গে ফেরা এই তারকা জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের অনুরাগীরা। ‘ধূমকেতু’ ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy