দুর্নীতির বিরুদ্ধে বার্তা, কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে ১০টির মধ্যে ৭টি আসন দখল বিজেপি সমর্থিত প্রার্থীদের

কলকাতা হাইকোর্ট ক্লাব নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা দুর্দান্ত জয় পেয়েছেন। মোট ১০টি আসনের মধ্যে ৭টি আসন দখল করেছেন বিজেপি সমর্থিত সদস্যরা, যার মধ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট-এর মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে। এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব।বিজয়ী প্রার্থীরা:বিজেপি সমর্থিত যে সদস্যরা ক্লাবের গুরুত্বপূর্ণ পদগুলিতে জয়ী হয়েছেন, তাঁরা হলেন:পদবিজয়ী প্রার্থীর নামসভাপতি (President)কল্লোল মণ্ডলসহ-সভাপতি (Vice-President)অনিন্দ্য বসুসাধারণ সম্পাদক (General Secretary)অরুণ কুমার উপাধ্যায়সহ-সচিব (Assistant Secretary)মধু জানাকোষাধ্যক্ষ (Treasurer)বিজিতেশ মুখোপাধ্যায়কমিটি সদস্য (Member)ঐশ্বর্য রাজর্শীকমিটি সদস্য (Member)পূজা সোনকারবিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া:এই ‘ঐতিহাসিক জয়’-এ উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন।শমীক ভট্টাচার্য (রাজ্য সভাপতি): তিনি এই জয়কে “বিজেপি সমর্থিত আইনজীবীদের দুর্দান্ত ও ঐতিহাসিক জয়” বলে উল্লেখ করে লিখেছেন, “১০টির মধ্যে ৭টি আসন জিতে ন্যায়, স্বচ্ছতা ও সুশাসনের প্রত্যাশায় আইনজীবী সমাজ যে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন, তা আজ স্পষ্ট। এই জয় শুধু একটি নির্বাচনী ফল নয়। এটি দুর্নীতি, প্রভাব ও অস্বচ্ছতার বিরুদ্ধে আইনজীবীদের স্পষ্ট বার্তা।”শুভেন্দু অধিকারী (বিরোধী দলনেতা): এই জয়কে তিনি “সার্বভৌমত্ব, পেশাদারিত্বের জয়” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “সেই টিমের উপরেই সদস্যরা ভরসা রেখেছেন, যাঁরা নিরন্তর আইনজীবীদের কথা ভেবে কাজ করে যাবেন। ন্যয়বিচারের পক্ষে পশ্চিমবঙ্গের কন্ঠ আরও শক্তি পাবে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy